বিবাহ বার্ষিকী/ এ্যনিভার্সারি গিফ্ট আইডিয়া অন্বেষণ করা হচ্ছে:
বিবাহ বার্ষিকী হলো এমন একটি দিন যা দাম্পত্য জীবনে প্রচুর খুশি ও আনন্দ নিয়ে আসে।এই দিনে বিবাহিত দম্পতিরা তাদের বিবাহের সময়ের সমস্ত আনন্দের মুহূর্ত গুলোকে মাথায় রেখে নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে অনেক আনন্দের স্মৃতি তৈরী করে। বিবাহ বার্ষিকীর দিনটি সেই দম্পতির পরিবারের কাছেও একটি বিশেষ খুশির দিন কারণ এই দিনে শুধু দুটি মনের মিলন হয়নি বরং মিলন হয়েছিল দুটি পরিবারে।
জীবনে কতই না আনন্দ ঘন মুহূর্ত আসে। বিবাহ বার্ষিকী সেই এক অন্যরকম উৎসবের দোলা দেই মনে। বিবাহ বার্ষিকীর দিনটি যতই ঘনিয়ে আসে, স্বামী পরিকল্পনা করে যে, সামনে বিবাহ বার্ষিকীতে ভালোবাসার মানুষকে কি (এ্যনিভার্সারি গিফ্ট আইডিয়া) উপহার দিবে। অন্যদিকে স্ত্রী তার বরকে উপহার দিয়ে বিস্ময় করার জন্য উপটৌকন খুজতেছে, কি দেওয়া যায়। দুইজনের ভাবনায় সময় পার হয়ে আসে কাঙ্খিত দিনটি। উতলা পাগলা হাওয়া মনে দোল খায়। মনে নানান কথা জিজ্ঞাসীত হয়। উষ্ণতায় চোখে জল এসে যায়। ভাবনায় বিভোরতা আসে। কিভাবে রোমাঞ্চিত করা যায় দিনটিকে। কোন শব্দ দিয়ে ভালোবাসার কথাটা আরো ঘনিভূত করে বলা যায়। অবশেষে শব্দ দিয়ে প্রকাশিত কথা, কেক কাটার পর উপহারে বলা হয়।
যদি আপনি আপনার ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করতে চান, তবে উপহার নির্বাচনে ভালো করে চিন্তা করা উচিত। বিবাহ বার্ষিকী উপহার একটি আদর্শ উপায় যা আপনার ভালোবাসা এবং সম্মান প্রকাশ করতে সাহায্য করতে পারে। উপহারটি স্বত্বপ্রসব এবং এর মাধ্যমে কথার বিন্যাস করতে পারে এবং বিবাহ বার্ষিকীর প্রায়শই দূর্লভ সময়ে মনোরম স্মৃতি সৃষ্টি করতে পারে।
উপহারের নির্বাচন করার সময় মনে রাখতে হবে আপনার উপহার বার্ষিকী উপায় এবং ক্যাটাগরি অনুযায়ী হওয়া উচিত। বিভিন্ন ক্যাটাগরিতে উপহারের নির্বাচন করতে পারেন যেমন জ্যোতিষ উপায়, প্রকৃতির উপায়, নারীদের জন্য উপহার, পুরুষদের জন্য উপহার ইত্যাদি। আপনার প্রিয়জনের আদর্শ ক্যাটাগরি নির্বাচন করলে আপনি একটি অনুপ্রাণিত উপহার নির্বাচন করতে পারেন এবং সে মনে করবে যে আপনি তাকে কতটা চিন্তা করেছেন।
উপহার হয় কাঙ্খিত দিনটির মূল আকর্ষণ। কি হবে (এ্যনিভার্সারি গিফ্ট আইডিয়া) উপহার আপনার বিবাহ বার্ষিকীর । এ যেন এক গভীর পরিকল্পনা। উপহারটা কি অনেক বড় কিছু হবে নাকি ছোট কিছু হবে। দামি নাকি কমদামি। খুবই সুন্দর নাকি মানানসই টেকসই। তাই অবসাদ কে কাটিয়ে উপহারের চিন্তাটা যেন মাথা ব্যথা।
তাই এই ব্লগ থেকে কিছু উপহার আইডিয়া নিয়ে কথা বলা যাক। সাধারণত উপহার নিয়ে চিন্তা আসলে মাথায় আসে বড় কোন উপহারের দোকান থেকে কিছু নিয়ে নেওয়া। কিন্ত আপনি উপহার হিসেবে যা নিচ্ছেন তা যদি আরো স্পেশাল করা যায় তাহলে মন্দ কি। কিভাবে সাধারণ কোন উপহার কে স্পেশাল করবেন? সেক্ষেত্রে মাথায় আসে কাস্টমাইজড উপহারের কথা। আপনাদের রোমান্সকর ঘন মুহূর্তের সজীব স্মৃতি থেকে সুন্দর কিছু বাছাই করা ছবি দিয়ে কাস্টমাইজড কোন উপহার। কাস্টমাইজড উপহারগুলো কি কি হয়?
যদি আপনার স্মৃতিময় মুহূর্তের সুন্দর ছবি সংগ্রহ বেশি থাকে আর আপনি সবগুলো ছবি এক সাথে সাজাতে চান তাহলে পিলো হতে পারে আপনার বিবাহ বার্ষিকীর উপহারের মধ্যে একটি। কেমন পিলো? অনেকগুলো ছবি সংযোজন করতে বাছাই করতে পারেন ফটো পিলো।
ফটো পিলোকে আরো সুন্দর্য্য বর্ধন করতে পারেন সাথে এলইডি লাইট যুক্ত করে এলইডি ফটো পিলো।
এছাড়াও একটিমাত্র ছবি দিয়ে রয়েছে ফার পিলো,
ফার এলইডি পিলো এবং ম্যাজিক পিলো।
আপনার পছন্দ অনুযায়ী দুটি ভিন্ন ভিন্ন আকৃতিতে পিলো অর্ডার করতে পারেন। চারকোন বিশিষ্ট স্কয়ার পিলো ও হার্টশেপ পিলো।
২. ফটো ফ্রেমঃ-
অনেকগুলো ছবি দিয়ে আরো অর্ডার করতে পারেন ফটো ফ্রেম। আপনার বাসার দেয়ালকে সাজাতে পারেন বিবাহ বার্ষিকীর স্মৃতি এ্যালবামে। সর্বোচ্ছ আট টা ছবি সংযোজন করে একটি বড় ফটো ফ্রেম বানাতে পারেন।
অথবা চারটি ছবি দিয়েও একটি লাভ ফ্রেম বানাতে পারেন।
এছাড়াও একটি ছবি দিয়ে অর্ডার করতে পারেন ডেস্ক ফটো ফ্রেম,
খোদাই করা ফটো ফ্রেম,পাথরের ফটো ফ্রেম ও কাঠের স্ট্যান্ড করা ফটো ফ্রেম।
৩. ফটো ঘড়িঃ-
আপনার ভালোবাসার স্মৃতি সব সময় সাথে রাখতে ফটো হাত ঘড়ি অর্ডার করতে পারেন।
অথবা বাসার দেওয়ালে স্মৃতিময় করতে পারেন ফটো দেয়াল ঘড়ি ও ফটো এলইডি ঘড়ি অর্ডার করে। এছাড়াও বেড রুম এবং ড্রয়েনরুমের জন্য রয়েছে ফটো টেবিল ঘড়ি।
বিবাহ বার্ষিকীর অনেকগুলো উপহার এর মধ্যে ফটো ঘড়িটা হতে পারে স্মৃতির বালুকণা।
৪. ওয়াটার বোতলঃ–
ঘরে বাইরে সব সময়ের জন্য ব্যবহৃত উপহারে স্মৃতি সাথে রাখতে ও প্রয়োজনকে প্রয়জনীয়তার প্রাধান্য দিতে ছোট ওয়াটার বোতলটাও সাধ্যের মধ্যে একটি উপহার হতে পারে।
আপনার স্মৃতি থেকে সাজানো এক বা একাধিক ছবি দিয়ে অর্ডার করতে পারেন।
ব্যস্ততা শেষে ক্লান্তির মাঝে স্মৃতির পাতায় ঘুরপাক খাওয়া ছন্দপতন আলোড়ন হয়। মনের স্মৃতির বিভোরিত ক্লান্তির অবসাদ কাটিয়ে স্মৃতির পাতা থেকে দুটি লাইন মনের অজান্তে মুখে আসে। কিন্তু কাকে বলি মনের কথাগুলো, পাশে তো কেউ নেই। টেবিলে রয়েছে বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে পাওয়া সেই কলম আর নোটবুক,
তাই বলতে না পারলেও লিখতে বড় ইচ্ছে হয়। এমন রোমান্স উপলব্ধি নিয়ে উপহার হিসেবে মন্দ নয় খোদাই করে নাম লেখানো একটি কলম ও নোটবুক।
৬. ওয়ালেটঃ-
বিবাহ বার্ষিকীতে স্বামীকে দেওয়ার জন্য স্ত্রীদের অন্যতম পছন্দের তালিকায় থাকে একটি সুন্দর ওয়ালেট। উপহার হিসেবে ওয়ালেটে নাম ও ছবি খোদাই করতে পারেন একটু বেশি স্পেশালিটির জন্য।
৭. মগঃ-
স্বামী ও স্ত্রীর একসাথে আলাপণ হোক কপি মগ হাতে নিয়ে।
এমন কি মগে নিজের মত করে ডিজাইন করে সাজাতে পারেন। বিবাহিত জীবনের সেরা ছবিটা থাকুক আপনার কপি মগে। ভিন্ন ভিন্ন মগ থেকে বাছাই করে অর্ডার করতে পারেন আপনার পছন্দের মগটি। সাদা ফটো মগ,কালার ফটো মগ, ম্যাজিক ফটো মগ, চামচ ফটো মগ ও হার্ট হ্যান্ডেল ফটো মগ।
৮. টি-শার্টঃ-
বিবাহ বার্ষিকী উৎযাপনে মাত্রা ব্যতিরেখে বাসার ভালোবাসা সজীবতা জড়িয়ে রাখতে এই যেন এক নতুন চেষ্টা। তাই টি-শার্ট মুদ্রণ করতে পারেন সুন্দর কিছু লেখা ফটো সংযোজন করে।
এভাবে ছোট ছোট উপহার মুখরিত করতে পারে আপনার বিবাহ বার্ষিকীর দিনটি। অবশেষে সকল ভাবনাকে ঝেড়ে পেলে বিশেষ দিনের জন্য উপহার অর্ডার করুন অনলাই থেকে খুব দ্রুত সময়ে। বিশেষ দিনের উপহার সংগ্রহে dekorabd.com দেশের শীর্ষ স্থানীয় অনলাইন গিফ্টশপের মধ্যে একটি। বেশ কয়েক বছরের সাফল্য ও সুনামের সাথে উন্নত মানের পণ্য সরবাহ এবং ডিজিটাল প্রিন্টিং সেবা দিয়ে আসছে।